রাঙ্গুনিয়ায় আট কেন্দ্রে এসএসসি সমমানে ৪৫৩০ জন পরীক্ষার্থী
আগামীকাল ১০ এপ্রিল বৃহস্পতিবার সারাদেশে এসএসসি সমমান সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার রাঙ্গুনিয়ায় ১০টি কেন্দ্রে এসএসসি সমমানে ৪৫৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা আকতার জানান,রাঙ্গুনিয়ায় এবার ২০২৫ সালে এসএসসিেত সাতটি কেন্দ্র, ভোকেশনালে দুইটি কেন্দ্র ও দাখিলে একটি কেন্দ্রে মোট ৪৫৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
এসএসসি সাতটি কেন্দ্র হলো রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে ৭৮৪ জন,দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৮১৭ জন,উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে ৫১৫ জন, উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২৯৬ জন,রাজানগর আর এ বি এম উচ্চ বিদ্যালয়ে ৩৩৪ জন, সুখবিলাস উচ্চ বিদ্যালয়ে ৪৩০ জন ও পোমরা উচ্চ বিদ্যালয়ে ৪৩৬ জন পরীক্ষার্থী মোট ৩৬১২ জন।
ভোকেশনাল দুইটি কেন্দ্র হলো রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে ১৭১ জন ও রাজানগর আর এ বি এম উচ্চ বিদ্যালয়ে ১১৯জন মোট ২৯০ জন।
অন্যদিকে দাখিলের একামাত্র কেন্দ্র রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল মাদরাসা কেন্দ্রে ৬২৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
♠