রাঙ্গুনিয়ায় উম্মে হাবিবা তানহা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে ২০২২ সালের বিজ্ঞানের মেধাবী ছাত্রী উম্মে হাবিবা তানহা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আজ বুধবার ১৬ এপ্রিল সকাল ১১টায় বিদ্যালয়ের সামনে ২০২২ শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি বিদ্যালয় ফটক থেকে শুরু করে ধামাইরহাট প্রদক্ষিন করে বিদ্যালয়ে এসে সমাপ্ত হয়।
এতে বক্তব্য দেন ২০২২ ব্যাচের প্রতিনিধি মো. ফাহিম, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. তারেক, মো. সাকিব ও অন্যান্যরা।
বক্তারা বলেন, জানালার গ্রীলের সাথে ফাঁস লাগিয়ে মারা যাওয়া আর কচু গাছে ফাঁস খাওয়া একই কথা। একটা মানুষের মৃত্যু কখনো এভাবে হতে পারে না। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আমরা প্রশাসনের কাছে তার সুষ্ঠু বিচার দাবী করেন তারা।
বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, তানহা মেধাবী ছাত্রী ছিল। সে কখনো আত্যহত্যা করতে পারেনা। খুনিরা পরিকল্পিত ভাবে হত্যা করে খুনকে ভিন্ন ভাবে প্রবাহিত করার হীন ষড়যন্ত্রে লিপ্ত। তাই তানহা হত্যার সুষ্ঠু বিচার দাবীতে আমাদের বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন। এতে তানহার শতাদিক সহপাঠী ও এলাকার জনগণ ও পরিবারের সদস্যরা অংশগ্রহণ করে।
বক্তারা বলেন, তানহা খুনের মূলরহস্য তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের চিহ্নিত করে ফাঁসি দাবী জানান।
উল্লেখ্য,গত সোমবার সকাল ৯টায় উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাদেকের পাড়া হাজী জেবল হোসেনের বাড়ি থেকে এই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। উম্মে হাবিবা তানহা একই এলাকার প্রবাসী মো. মোর্শেদ আলমের স্ত্রী।
তানহা উপজেলার লালানগর ১নং ওয়ার্ড মাস্টার বাড়ি এলাকার মো. সিরাজের মেয়ে। গত দুই বছর আগে তাদের বিয়ে হয়েছিলো।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্ত শেষে সোমবার রাতেই দাফন করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।