রাঙ্গুনিয়া রাজবাড়িতে বৈশাখি ও মহামুণি মেলায় জুয়া বন্ধ করল প্রশাসন
শতবর্ষী প্রাচীন দক্ষিণ রাজানগর ৩নং ওয়ার্ডের রাজবাড়ী এলাকায় অনুষ্ঠিত বৈশাখি ও মহামুনি মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেনাবাহিনী, পুলিশ ও সচেতন নাগরিকের সতর্ক অবস্থান নিয়েছে।
আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত শতবর্ষী বৈশাখি ও মহামুনি মেলাকে জুয়া ও অশ্লীলতা বন্ধে এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে রাঙ্গুনিয়া রাজবাড়ি রাজারহাট মেলা এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও সচেতন নাগরিকের সতর্ক অবস্থান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণ সতর্ক অবস্থান নিয়েছে।
প্রবাসী হোসাইন সিকদার বলেন, মহামুনি মেলাকে কেন্দ্র করে কিছু বখাটে জুয়ার আসর বসানোর চেষ্টা করলে আমরা এলাকার সচেতন নাগরিক ও স্থানীয় আলেমদের নিয়ে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করলে প্রসাশনের সহায়তায় জুয়া বন্ধ করা হয়।
এবিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুজন হালদার জানান, আইন শৃঙ্খলার অবনতি ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেনাবাহিনী টহলের পাশাপাশি পুলিশের সতর্ক অবস্থান নিশ্চিত করা হয়েছে। এলাকার জনগণ সচেতন থাকলে জুয়া ও অশ্লীলতা বন্ধ করা সম্ভব হবে।
এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান জানান, যেকোন অশ্লীলতা ও জুয়ার রাঙ্গুনিয়াতে কোন স্থান নেই। নৈতিকতা ও আইনবিরোধী যেকোন কার্যক্রম চলবে না।
জনগণ সচেতন থাকলে অবৈধ সব বন্ধ সম্ভব হবে বলে তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি অনিরুদ্ধ অপু, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, রাহাত মামুন, মোঃ ইদরিস,হোসেন সিকদার প্রবাসী,সাইফুল সিকদার,
মোঃ ফরহাদ, মোঃ রায়হান,
মোঃ রাশেদ প্রমূখ।