রাঙ্গুনিয়া তাহেরিয়া সাবেরিয়া রাবেয়া হাকিম সুন্নিয়া মাদ্রাসায় পুরষ্কার বিতরণ
আঞ্জুমানে রহমানির আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা’র ১নং রাজানগর ইউনিয়নের হাকিম নগর ঠান্ডাছড়ি এলাকায় প্রতিষ্ঠিত তাহেরিয়া সাবেরিয়া রাবেয়া হাকিম সুন্নিয়া মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে মাদরাসা’র সুপার মাওনালা আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওলানা ইকবাল হোসেন কাউসারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটি’র ভারপ্রাপ্ত সভাপতি এম পেয়ারুল আলম তালুকদার, গাউসিয়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা উত্তর গাউসিয়া কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার জামাল উদ্দিন, রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি শাহেদুল আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাস্টার রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য আব্দুর রশিদ সওদাগর, মুহাম্মদ আইয়ুব আলী, জাহাঙ্গীর আলম তালুকদার, মাওলানা আবু সৈয়দ, ব্যবসায়ী হারুনুর রশিদ, সেকান্দর হোসেন তালুকদার, মাদ্রাসার শিক্ষক মোজাম্মেল হোসাইন, আলাউদ্দিন, মাওলানা ইরফান, শাহনেওয়াজ বাদন, শিক্ষিকা শাহিদা আরবী মনি, দিদারুল আলম প্রমুখ।
শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা। এছাড়াও মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের এক শিক্ষার্থী হিফজ সম্পন্ন করায় তাঁকে পাগড়ি পরিয়ে দেওয়া হয়।