রাঙ্গুনিয়ায় ওয়ালটন শো রুমে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ওয়ালটন শো-রুম পুড়ে গেছে। এতে আগুনে পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন শো-রুমের পরিবেশক।
১৯ এপ্রিল শনিবার বিকেলে উপজেলার রোয়াজারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, রোয়াজারহাট বাজারের শাহ আমানত মার্কেটের ওয়ালটন শো-রুমের তৃতীয় তলায় বিকেল পৌনে ৫ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
শো রুমের পরিবেশক মো. লোকমান তালুকদার বলেন, মুহুর্তে আগুন ছড়িয়ে পড়লে বিভিন্ন ধরণের ইলেকট্রনিক্স সরঞ্জামাদি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মীরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা জাহেদুর রহমান বলেন, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।