রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী♠♠
রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসা’র প্রাক্তন ছাত্রদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান মাদ্রাসা প্রাঙ্গনে শনিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে এদিন আন-নূর স্মারক গ্রন্থ প্রকাশ, প্রাক্তন ছাত্রদের উত্তেরীয় প্রদান, আলোচনা সভা ও মেজবানী সন্ধার আয়োজন করা হয়,ঈদ পূনর্মিলনীতে সাবেক ছাত্ররা মাদ্রাসার মনোরম ক্যাম্পাস এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে মুগ্ধ হয়ে প্রশংসাসহ এই প্রতিষ্ঠানের পাশাপাশি একটি টেকনিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা,আর্থিক প্রতিষ্ঠান,মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান,দূর্বল ও অসুস্হ ব্যক্তিদের সহায়তা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে সামাজিক ও সাংস্কৃতিক সংস্হা গঠন করার আহবান জানান।সভায় সভাপতিত্ব করেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মাওলানা মোহাম্মদ ওবায়দুল মোস্তফা নঈমী।
মাদ্রাসার প্রাক্তন ছাত্র মুফতি সাইফুল ইসলাম আল কাদেরী ও মাওলানা করিম উদ্দিন হাছানের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন অধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব চৌধুরী, অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন তৈয়্যবী, এডভোকেট শামসুল আলম, অধ্যাপক মুহাম্মদ গোফরান, এডভোকেট আনোয়ার হোসেন, আ.ন.ম নজমুল হোসাইন নঈমী, মাওলানা শফিউল বশর নঈমী, মাস্টার মুহাম্মদ আবু জাফর, তপন কুমার দত্ত, মাওলানা মুহাম্মদ হারুন ফারুক নঈমী, মাস্টার শাখাওয়াত হোসেন, মাওলানা নিজাম উদ্দিন নঈমী, মাওলানা করিম উদ্দিন নূরী, অধ্যক্ষ মাওলানা আসলাম উদ্দিন, মাওলানা নাসির উদ্দীন আল কাদেরী, মাওলানা কামাল উদ্দিন নঈমী, হাফেজ আবদূর রহমান জামী, মুহাম্মদ আহমদ রেজা, সার্জেন্ট আনোয়ার হোসেন, মাওলানা আলী আকবর, মাওলানা জানে আলম আশরাফী, মুহাম্মদ মঈনুদ্দিন হাছান, মুহাম্মদ আশেকে মোস্তফা প্রমুখ। শুরুতে রাহাতিয়া দরবারে উপস্থিত সকল অতিথিবৃন্দ পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এবং জেয়ারতে অংশ নেন।
শেষে মিলাদ, ক্বিয়াম ও মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়। এদিকে অনুষ্ঠান মাজার ও মাদ্রাসাসহ পুরো এলাকায় আলোকস্বজ্জ্বাসহ বর্ণিল সাজে সাজানো হয়। আগত সকল অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে রাতের মেজবানি খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। ভবিষ্যতে মাদ্রাসার উন্নয়ন ও প্রাক্তন সকল শিক্ষক-ছাত্রদের ঐক্যবদ্ধ রাখতে আরও নানা ব্যতিক্রমী কর্মসূচীর আয়োজন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।