পরিবেশ আইনবিদ সমিতি বেলার সাথে গুমাই জনগোষ্ঠী কৃষকদের মত বিনিময়
গুমাই বিল রক্ষা বিষয়ে স্থানীয় জনগোষ্ঠীর সাথে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় গুমাই বিলের সেচ ব্যবস্থার মেইন পাম্পিং প্ল্যান্টের প্রধান ইউনিট তথা হাসেম খালস্থ কাপ্তাই সড়কের পাশে একটি সেচ পাম্প চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কীম ম্যানেজার কমান্ডার আবু তৈয়ব।
কৃষকদের নানা সমস্যার কথা শুনে আলোচনায় সঞ্চালক হিসেবে উপস্থাপন করেন চট্টগ্রাম বিভাগীয় বেলার নেটওয়ার্ক প্রধান সাংবাদিক আলিউর রহমান, প্রধান আলোচক ছিলেন বেলার চট্টগ্রাম বিভাগীয় অঞ্চল প্রধান মনিরা পারভীন রুবা।
কৃষকদের প্রধান সমস্যার কথা তুলে ধরে বক্তারা বলেন, গুমাই বিলের পানি সেচের ভরাট খাল গুলো খনন করা, পর্যাপ্ত কালভার্ট ও ব্রিজ নির্মাণ, এবং খাল খননের পাশাপাশি খালের পাড় গুলো রাস্তায় উন্নয়ন করা হলে কৃষকদের কৃষি কাজে উৎসাহিত হবে। তাছাড়া গুমাই বিলের জমি দিনদিন ছোট হয়ে আসছে।
চাষাবাদ যোগ্য জমির উপর শতাধিক পাকা দালান ভবন নির্মাণ হলেও প্রশাসন বাধা দিচ্ছেনা। মনে হচ্ছে প্রশাসনের ইন্দনে ইমারত গুলো প্রতিযোগিতা মুলক বেড়ে চলছে। এতে চট্টগ্রামের শস্য ভান্ডার নামে খ্যাত গুমাই ক্রমশ ছোট হয়ে আসছে এবং কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে।
এই বিষয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সার্বিক সহয়তা কামনা করেন গুমাই বিলের কৃসক জনগোষ্ঠী।
আলোচনায় মতমত প্রকাশ করে এতে অংশ নেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবে সভাপতি সাংবাদিক অনিরুদ্ধ অপু, সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম, জাকেরুল ইসলাম জাকের, কৃষক প্রতিনিধি সেকান্দর হোসেন, আর্দশ কৃষক আবদুল সত্তার, চন্দন দে, শফিউল আলম, কৃষানী পুর্ণিমা রানী দে, টিংকু রানী দে, রাধু বিশ্বাস, রিনা রানী দে, কৃষক মোঃ ইসহাক, মোঃ বাবুল, চন্দন বিশ্বাস, আমির হোসেন, অরুন দে, অবিনাশ মজুমদার ও নিধান দাশ প্রমূখ।