রাঙ্গুনিয়ার ভবানিমিল এলাকায় সিএনজি – পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত দুই
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার ভবানিমিল সংলগ্ন বটতল এলাকায় সিএনজি অটোরিকশার সাথে কলাবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিকশায় থাকা দুইজন যাত্রী গুরুতর আহত হয়। এতে একজনের চোখে গুরুতর আঘাত লেগেছে এবং অন্যজনের সমস্ত মুখমন্ডলে জখম হয়ে আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন স্থানীয়রা। দুর্ঘটনায় গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায়।