রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠিত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হয়।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃক মনোনীত সভাপতি হলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এডভোকেট আবদুল কুদ্দুছ মানিক।
তিনি উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি এলাকার মাষ্টার মো. আবদুল কাদেরের সন্তান এবং রাঙ্গুনিয়া আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জেলা শিক্ষা অফিস কর্তৃক শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনীত এম হারুনুর রশীদ মুনিরী।উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত মোহাম্মদ ছাদেক হোসেনকে অভিভাবক প্রতিনিধি ও পদাধিকার বলে প্রধান শিক্ষক এম মিজানুর রহমানকে সদস্য সচিব মনোনীত করা হয়।
বৃহস্পতিবার (২৩৪এপ্রিল) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
এডহক কমিটির নির্বাচিত সকলকে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।